বাড়তি বিমান ভাড়া রেখেই এ মৌসুমের হজ্ব প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মন্ত্রীসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব সাংবাদিকদের এ কথা জানান।
ভাড়া তিনগুণ করাকে অযৌক্তিক বলছে হজ্ব এজেন্সি খুলোর সংগঠন হাব। ভাড়া আরো কমানো উচিত ছিল বলে মনে করেন ধর্ম প্রতিমন্ত্রীও।
১ লক্ষ ৩৮ হাজার টাকা বিমান ভাড়া রেখে ঘোষণা করা হলো এ বছরের হজ্ব প্যাকেজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে সোমবার হজ্ব প্যাকেজের খসড়া অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব সাংবাদিকদের এই বিষয়ে জানান।
ক্রমানয়ে প্যাকেজগুলো মূল্য হলো :
• প্রথম প্যাকেজ এর মূল্য ৪ লক্ষ ২৫ হাজার টাকা
• দ্বিতীয় প্যাকেজ ৩ লক্ষ ৬০ হাজার টাকা
• আর তৃতীয় প্যাকেজটি ৩ লক্ষ ১৫ হাজার টাকা
নির্ধারণ করা হয়েছে।
স্বাভাবিক সময়ে সৌদি আরবে রিটার্ন টিকেটের দাম পড়ে ৫৫ – ৬০ হাজার টাকা। আসন্ন মৌসুমে নির্ধারিত ভাড়া পড়ছে স্বাভাবিক এর চেয়ে প্রায় তিনগুণ।
বর্ধিত এ ভাড়া হজ্ব যাত্রীদের উপর চাপ সৃষ্ঠি করবে বলে মনে করছে হজ্জ্ব এএজেন্সিদের সংগঠন হাব।
” অনেক চেষ্ঠার পরও ভাড়া কমাতে বিমান মন্ত্রনালয়কে রাজি করানো যায় নি ” এমন আক্ষেপ ছিল ধর্মপ্রতিমন্ত্রীর কন্ঠে।
এই বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ সাইত্রিশ হাজার ১৯৮ জন হজ্ব করতে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ বিশ হাজার।