এই মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে স্মার্ট টিভি, পাওয়ার ব্যাংক, হেডফোন ও গেমিং কি-বোর্ড, গেমিং মাউস, গেমিং হেডফোন, ইউএসবি স্পীকারসহ হাজারো উপহারের ব্যবস্থা করেছেন আয়োজকরা।
বিনামূল্যে এইসব পণ্য পাওয়ার নিয়ম-কানুন মেলা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চালু করা ইভেন্টে উল্লেখ করা হয়েছে। মেলায় আগ্রহীরা যে কেউ এই ইভেন্টে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন করতে ইভেন্ট-১ এ বা ইভেন্ট-২ এ ক্লিক করার পর ইভেন্ট ওপেন হলে গোয়িং (going) এ ক্লিক করে নির্ধারিত নিয়মে আবেদন করুন।
ছয় দিনব্যাপী এই মেলায় আরও থাকছে সেলফি কনটেস্ট, গেমিং কনটেস্ট, কুইজ কনটেস্ট এবং নানা রকম পণ্যের মাঝে অফুরন্ত ছাড় এবং ক্যাশ ব্যাক অফার।
এই বিষয়ে মেলার ওয়েব ও মিডিয়া বিষয়ক কনভেনার মো. জাহেদ আলী বলেন, বিসিএস সিটি আইটি থেকে বাংলাদেশে প্রথম আইটি ব্যবসা শুরু হয়। প্রতিবছর মানুষ অপেক্ষা করে সিটি আইটি মেলা কখন শুরু হবে। এবার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে একটু ভিন্ন আয়োজন করা হয়েছে। মানুষের যে আস্থা আছে সেটাকে মূল্যায়ন করে এবার টিকিট ছাড়াই মেলায় প্রবেশ করার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরো বলেন, এবার মেলায় আমরা টিকিট রাখার পরিবর্তে আগতদের জন্য ওয়েলকাম গিফ্ট রেখেছি। মেলা উপলক্ষ্যে এবার নতুন নতুন কিছু পণ্য উপস্থাপন করা হবে যা গ্রাহকের কাছে সম্পূর্ণ নতুন।