ওসমানী মেডিকেল কলেজ শিক্ষার্থীর ওপর হামলা; জড়িত সন্দেহে আটক ২

0
3


সিলেটের ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়; তবে জানা যায়নি পরিচয়।

এর আগে দুই ছাত্রের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আহতরা হলেন নাইমুর রহমান ইমন ও ছাত্র রুদ্র নাথ।

আন্দোলনকারীদের ভাষ্য, গত শনিবার হাসপাতাল এলাকার কয়েকজন তরুণের সাথে শিক্ষানবিশ এক চিকিৎসকের কথা কাটাকাটি হয়। সেটি মীমাংসা হয়। এরই জেরে সোমবার রাতে ইমন ও রুদ্র নাথের ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি তাদের। মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

/এমএন