নাচ গান গেয়ে রোগ সারানোর ভান : ভন্ড ৩ কবিরাজ আটক

0
5
ভন্ড কবিরাজ

বাদ্যের তালে নেচে, গেয়ে রোগ সরানোর চেষ্ঠা চলছে গাজীপুরে। চিকিৎসা দিচ্ছেন কথা
কথিত ৩ কবিরাজ।

সহযোগী আবার চার শিশু কন্যা। এধরণের কর্মকান্ড বিজ্ঞান সমর্থন করে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেছে জেলা প্রশাসক।

বাদ্যের তালে তালে নাচ সাথে মন্ত্রজপ। যা
যার
যারা নাচছেন তারা নিজেদের দাবি করছেন কবিরাজ। তাদের সহযোগী আবার চার শিশু কন্যা।
গাজীপুরের কোনাবাড়ির এনায়েতপুর গ্রাম। এখানকার বাবলু মিয়া নামের এক ব্যক্তিকে সুস্থ করতে এসেছেন তারা। এর জন্য চুক্তি হয়েছে বিশ হাজার টাকা।

চিকিৎসকরা বলছেন নিঃসন্দেহে এই ধরণের কর্মকান্ড ভন্ডামি। বিজ্ঞান কখনো কোনো কল্পনীয় বস্তু ও অবাস্তব কোনো গ্রহণ করে না বলেও জানান।

খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেয় নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।

জানা গেছে কথিত তিন কবিরাজের বাড়ি লালমনিরহাট ও কুড়ি গ্রামে। গেল তিন মাস ধরে এভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় চিকিৎসার নামে অপচিকিৎসা চালাচ্ছে তারা।

বোকা বানাচ্ছে সহজ-সরল মানুষদের। হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।

এদিকে এই বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর বিভিন্ন তথ্যের বিত্তিতে গাজীপুর পুলিশ অভিযান চালিয়ে এই তিন ভন্ড কবিরাজকে আটক করে।