সাম্প্রতিক সময়ে বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা নাশকতা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার (১৫ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১২ আসনের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নাশকতার বিষয়ে সরকার নিশ্চিত নয়; তবে সুষ্ঠু তদন্তে কমিটি গঠন করা হবে। কালকের মধ্যে কাউকে দায়িত্ব দিয়ে কমিটি গঠন করা হবে। অনুসন্ধান ও গোয়েন্দা প্রতিবেদনের মধ্যমে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মার্কেটগুলোকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবে ব্যবসায়ী মালিক সমিতি এই বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।
ইউএইচ/