ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বেলা রাণী (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ভোটপাড়া কালী মন্দিরের পাশে কাঁঠাল গাছ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই গ্রামের কৃপণ সিংহের স্ত্রী ও পাড়িয়া ইউনিয়নের সোলাবন্দর গ্রামের সাধু যিশু রামের মেয়ে।
নিহত বেলা রাণীর স্বামী কৃপণ সিংহ বলেন, মঙ্গলবার রাতে দোল পূজার গান শুনে তিনি আর তার স্ত্রী বেলা বাড়ি গিয়ে শুয়ে পড়েন। পরে তার অজান্তে বেলা রাণী কখন ঘর থেকে বের হয়ে এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। দীর্ঘদিন থেকেই বেলা রাণী পূর্ণিমা ও অমাবস্যার সময় অস্বাভাবিক আচরণ করতো এবং অনেক সময় ঘর থেকে বের হয়ে যায়।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করার হবে।
ইউএইচ/