ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ এলাকায় বিচলী বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত আঞ্চলিক যান নসিমন ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই ডাকাত। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ-গান্না বাজার সড়কের সিংদহ এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মাগুরা জেলার সাইত্রিশ এলাকার টিটন হোসেনের ছেলে আশিক হোসেন (২৫) ও ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে তরিকুল ইসলাম।
স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে এক ব্যক্তির চিৎকারে গ্রামের কয়েকজন যুবক সিংদহ এলাকার সড়কের ওপর যায়। এ সময় তারা নসিমন গাড়ি ডাকাতির ঘটনায় দুই ডাকাত সদস্যকে ধরে ফেলে। পালিয়ে যায় বাকি দুইজন। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাত সদস্যকে আটক করে নিয়ে যায়। এ সময় একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
এটিএম/