রাজধানীর রামপুরার রিয়াজবাগ এলাকার একটি বাসা থেকে মুন্নি আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হাসান জানান, খবর পেয়ে রামপুরার রিয়াজবাগের একটি টিনশেড বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা ওই কিশোরীর স্বজনদের মাধ্যমে জানতে পারি, সে সিলিং ফ্যানে সঙ্গে ফাঁস দেয়। পরে আমরা খবর পেয়ে বাসায় গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এই বিষয়ে জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস