বাংলাদেশ বিমানে সিলেটি যুক্তরাজ্য প্রবাসী দম্পত্তির টাকা চুরি

0
5
বাংলাদেশ বিমানে টাকা চুরি

যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেট ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে এক যুক্তরাজ্য প্রবাসী দম্পতির ব্যাগ থেকে টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

উনাদের ছেলে উই আর বাংলাদেশ নামক একটি গ্রুপে তার পিতা-মাতার এই চরম খারাপ অভিজ্ঞতার কথা ফেসবুক পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন।

তিনি জানান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি২০৮ ফ্লাইট সিলেটে ল্যান্ড করার ১ঘন্টা আগে তার বাবা – মা বিমানে ঘুমিয়ে পড়েন। এই সময় কেউ একজন তার মায়ের ব্যাগ কেটে ১৫০০£ ইউরো চুরি করে নিয়ে যায়।

এভাবেই ব্যাগটি কেটে টাকা নিয়ে যায়
এভাবেই ব্যাগটি কেটে টাকা নিয়ে যায়

ঘুম ভাঙ্গার সাথে সাথেই উনার মা তাঁর ব্যাগটি তাদের সিটের পিছনে নিচে উল্টানো ও ছিঁড়া অবস্থায় পান।

উনার বাবা-মা এই বিষয়টি এয়ারলাইনস কর্তৃপক্ষকে জানান। কিন্তু তারা এই বিষয়ে সহায়তা করতে অপারগতা প্রকাশ করে। তারা জানান হ্যান্ড ক্যারি থেকে বিমানের মধ্যে কোনো যাত্রীর মালামাল চুরি হলে সে দায়িত্ব এয়ারলাইনসের উপর বার্তায় না। এয়ারলাইনস কর্তৃপক্ষের কোনো ক্ষমতা নেই যে যাত্রীর মুখের কথার ভিত্তিতে সব যাত্রীর হ্যান্ড ক্যারি ও শরীর চেক করার অথবা যাত্রীদেরকে নামতে বাধা প্রদান করা। এক্ষেত্রে তারা পরামর্শ দেন ক্ষতিগ্রস্থ যাত্রীর উচিত বিমানবন্দরের নিকটস্থ থানায় মামলা করা।

তিনি এই পোস্টে আরো জানান তার বাবা – মা অনেক কষ্ঠ করে টাকাগুলো রোজগার করেছেন। দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরে এই ধরণের খারাপ পরিস্থির সম্মুখীন হওয়া সত্যিই দুঃখজনক। এছাড়া তিনি বাঙালির এরুপ কর্মকান্ডে হতাশা প্রকাশ করেন।

বিমান কর্তৃপক্ষের এমন অপারগতায়ও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

 


 

পাঠকের সুবিধার্তে তার মূল ফেইসবুক পোস্টটি নিচে দেওয়া হলো –

Facebook Post
Facebook Post

PLEASE SHARE TO WARN OTHERS

My parents had taken a flight with BIMAN BANGLADESH AIRLINES BG208 on 30/01/2020 from (UK) MANCHESTER to SYLHET (BANGLADESH) 8:00 pm. About an hour before the flight had landed in sylhet my parents probably just nodded off for about 10 minutes. While they were asleep, someone ripped open my mums bag had stolen their money around £1500. As soon as she woke up she found her bag toppled upside down and ripped and her belonging scattered under and behind their seats. The people behind them also had passed on some of her belongings. How did it get to their area? Could it be them? We don’t know. My parents alarmed the cabin crew and passengers around them. Cabin crew said they’re going to call security and police. But as soon as they had landed they let all passengers go and did not deal with my parents stolen money! After they got off the airport has also denied any help towards this situation. This is absolutely disgusting behaviour, these people who have stolen their money had targeted them because they were vulnerable. They have no heart. They behaviour from the staff was disgusting! They did not do anything for my parents. My parents who went to their motherland after almost 10 years and to experience this, there is no words to describe how this has affected them and our family. My parents hard earned money! My parents are distraught! How can we trust biman airlines again? How can’t biman take any action towards this? They had a responsibility to look after all their passengers! And especially a robbery! Its a crime! Why wasn’t police informed? Why wasn’t there any security? Because of these bengali minorities I am ashamed for myself and our fellow bengalis! How can our own do this to us and how can our own not deal with this situation? How can they just provide an email to put a complaint through for a ROBBERY! Its insane! It’s inhumane! Its not just about money. This is not the first incident there has been so many incidents with biman airlines that have not been dealt with or taken seriously. BECAUSE OF BIMAN AIRLINES NEGLIGENCE THERE IS MORE AND MORE OF THIS BEHAVIOUR! ENOUGH IS ENOUGH. PLEASE ANYONE ON THIS FLIGHT HAVE ANY KIND OF INFORMATION ABOUT THIS OR KNOW WHO HAS DONE THIS PLEASE CONTACT US. I HAVE ALSO ATTACHED PICTURES OF MY PARENTS SURELY SOMEONE RECOGNISE THEM.