আমার জন্মদিনের পার্টি থেকেই কোভিড ছড়িয়েছে তা নিশ্চিত করলো কে? প্রশ্ন করনের

0
3


ছবি: সংগৃহীত

বলিউডে কোভিডের হানা বেশ কিছুদিন ধরেই। একের পর এক তারকা কোভিডে আক্রান্ত হওয়ার পর গুজব ছড়িয়েছিল যে পরিচালক করন জোহরের পার্টি থেকেই তারকাদের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে। আর এতেই বেজায় রেগে গেছেন বলিউডের এ নামী পরিচালক। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ওই পার্টি থেকেই যে করোনা সংক্রমণ হয়েছে তা নিশ্চিত করলো কে?

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গেল ২৫ মে করনের ৫০তম জন্মদিন ছিল। এসময় জমজমাট পার্টির ভেতরে তারকাদের এক মিলন মেলা বসে। খবর অনুযায়ী অতিথি তালিকায় ছিলেন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, সাইফ আলী খান, মাধুরি দীক্ষিত, জুহি চাওলা, টাবু, রাভিনা টন্ডন, মালাইকা আরোরাসহ আরও অনেকে।

এর পরপরই তারকাদের মধ্যে ছড়িয়ে পড়ে করোনা। একে একে আক্রান্ত হন অক্ষয় কুমার, শাহরুখ খান, ক্যটরিনা কাইফ, আদিত্য রায় কাপূর, কার্তিক আরিয়ানেরা। এদের মধ্যে শাহরুখ, ক্যাটরিনা, আদিত্য তিন জনেই ছিলেন করনের পার্টিতে।

এর পরই গুজব রটে যে বলিউডের এ পার্টি থেকেই ছড়িয়েছে করোনা। এই পার্টি থেকেই নাকি সংক্রমিত হয়েছেন ৫০-৫৫ জন। আর এখানেই আপত্তি কুছ কুছ হোতা হ্যায় খ্যাত এই পরিচালকের। তার অভিযোগ, তার জন্মদিনের পার্টি ছাড়াও বলিউডের বিভিন্ন জায়গায় পার্টি ছিল। তারকারা বিভিন্ন জায়গায় গিয়েছেন। তবে তার ওপরই কেন অভিযোগের তীর ছোঁড়া হচ্ছে। তার কথায়, কোনোকিছু না জেনে, না নিশ্চিত হয়ে আগেই অভিযোগ করা উচিত নয়।

এটিএম/