রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেশার মেশিন বিস্ফোরণে দগ্ধ মা-বাবার পর তিন বছরের শিশু ফাতেমা আক্তার মারা গিয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। শিশুটির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আইসিইউতে রাখা হয়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গতকাল ভোরে শরীরে ৫৪ শতাংশ নিয়ে তার বাবা আবদুল করিম ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে মা খাদিজা আক্তারের মৃত্যু হয়।
গত ২০ এপ্রিল দিবাগত রাতে যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় ৪তলা বাড়ির নিচ তলায় এ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হয়, ফ্রিজের কম্প্রেশার মেশিন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।
/এডব্লিউ