বাজার সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রামে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ক্ষেত্র বিশেষে ৩০ থেকে ৩৫ টাকা কমে বিক্রি হচ্ছে প্রতিটি সবজি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে নগরের বহদ্দারহাট মোড়ে শাকসবজি বিক্রির এ কার্যক্রম শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় স্থানীয় বাজারের তুলনায় কম দামে এসব সবজি কিনতে দীর্ঘলাইন ধরেন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই শাকসবজি বিক্রি করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘কক্সবাজার জেলার চকরিয়ার প্রান্তিক কৃষক থেকে ১০ রকমের সবজি আনা হয়েছে। এরমধ্যে করলা ৮০, বেগুন ৫৫, ঢেঁড়স ৫৫, শসা ৩৫, পেঁপে ৩০, লাউ প্রতি পিস ৪০, কচুমুখি ৬০, কুমড়া ৪০ ও মিষ্টি কুমড়া ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইয়াছির বলেন, ‘আমরা চকরিয়ার কৃষকদের থেকে এসব পণ্য কিনে এনে খুবই কম দামে বিক্রি করছি। যে দামে পণ্যগুলো কেনা হয়েছে তার চেয়ে পাঁচ টাকা লাভে বিক্রি করছি, যাতে গাড়িভাড়া তুলতে পারি।’
সবজি কিনতে আসা নাজমুল আলম বলেন, ‘পাশের বাজারে করলা ১২০ টাকায় বিক্রি হচ্ছে, এখানে ৮০ টাকা। বেগুন ৫৫ টাকায় বিক্রি করছি, অথচ বাজারে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা বাজারের দামের চেয়ে ৩০ থেকে ৩৫ টাকা কমে সবজি বিক্রি করছি।’
এর আগে বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম নগরের বহদ্দার হাট এলাকায় খোলা বাজারে ডিম বিক্রি শুরু করেন শিক্ষার্থীরা। সিন্ডিকেট ভাঙতে ১৪০ টাকা ডজন দামে ডিম বিক্রি শুরু করেন তারা। পরে পুরো শহরেই ডিমের দাম কমতে শুরু করে।
এএজেড/এমএএইচ/এমএস