গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জুলাইয়ে

0
7


গেলো জুলাই মাসে বৈধ পথে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২০৯ কোটি ডলার। যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।

গত অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে ১৫.১২ শতাংশ রেমিট্যান্স কম এসেছে। সেখানে চলতি অর্থবছরের প্রথম মাসে প্রবাসী আয়ের এভাবে ঘুরে দাঁড়ানো ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক শ্রমবাজারে কর্মী নিয়োগ ব্যবস্থাপনা স্বচ্ছ ও শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করা গেলে আরও অন্তত ১০ থেকে ১৫ শতাংশ বেশি প্রবাসী আয় দেশে আনা সম্ভব।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় বর্তমানে কর্মরত রয়েছেন ১ কোটির বেশি বাংলাদেশি।

/এমএন