ক্ষমতায় বসেই ট্রাম্প প্রশাসনের বিতর্কিত কিছু সিদ্ধান্ত বাতিল করলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার, ১৭টি নির্বাহী আদেশে সই করেন তিনি। যার বেশিরভাগই করোনা মোকাবেলা এবং অর্থনীতি পুনরুদ্ধার সংক্রান্ত। আদেশের কারণে, ৭ মুসলিম দেশের ওপর থেকে উঠলো ভ্রমণ নিষেধাজ্ঞা। প্রতিশ্রুতি অনুসারে, একমাসের মধ্যেই ‘প্যারিস জলবায়ু চুক্তি’তে ফিরবে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, সংকট মোকাবেলার জন্য অপচয় করার মতো সময় আমাদের হাতে নেই। তাই নির্বাহী আদেশ স্বাক্ষরের মাধ্যমে মার্কিনীদের প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করতে যাচ্ছি।
যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হিসেবে প্রথম কার্য দিবসে ১৭ টি নির্বাহী আদেশে সই করলেন জো বাইডেন। তিন্টি করোনা মহামারী মোকাবেলা সংক্রান্ত, যার অন্যতম ক্ষমতার প্রথম একশো দিন কোভিডের বিস্তার রোধে প্রত্যেক মার্কিনীকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক। এছাড়া বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ছিল দুই নির্বাহী আদেশও।
এখানেই শেষ নয়! কলমের এক খোঁচায় উদ্যোগ নেন ট্রাম্প প্রশাসনের বিতর্কিত বহু সিদ্ধান্ত পরিবর্তনের। ৩০ দিনের মধ্যে প্যারিস জল্বায়ু চুক্তিতে ফিরবে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যে রেশা-রেশি ছিল সেটারও হবে মীমাংসা। এছাড়া ৭ মুসলিম দেশের উপর থেকে উঠে যাছে যুক্তরাষ্ট্রের প্রবেশ ও ভ্রমণ নিষেধাজ্ঞা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে স্থগিত হচ্ছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ। নাগরিকত্ব বৈধতা পাবেন কোটি মানুষ।
অবশ্য বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে সন্দিহান হোয়াইট হাউজ কর্মকর্তারা।
বাইডেন কমলা হ্যারিসের অভিষেকের পরই সিনেটে শপথ গ্রহণ করেন তিন আইনপ্রণেতা। এর ফলে এক দশকের মধ্যে প্রথমবারের মতো কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিল ডেমক্রেটরা।