ভারতের দিল্লি পুলিশের বিরুদ্ধে মুসলিমদের উপর চরম মানবাধিকার লঙ্গনের অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি এই অভিযোগ তুলেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লি সহিংসতায় পুলিশের ভুমিকা নিরপেক্ষ ছিল না বলে জানায় সংস্থাটি।
এতে ইন্দন জাগানোর অভিযোগও উঠে পুলিশের বিরুদ্ধে। এ বিষয়ে দিল্লি পুলিশের জবাবদিহি চেয়েছে সংস্থাটি।
বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে এই আন্দোলন হয়। এতে অন্তত ৪০ জন প্রাণ হারান। বহু মুসলিমদের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়। জ্বালিয়ে দেয়া হয় মসজিদ মাদ্রাসা।