মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে সাংসদ মোস্তাফিজুর রহমানের সমর্থকদের অতর্কিত হামলা

0
10
হামলা

বাঁশখালীর প্রয়াত মুক্তিযোদ্ধা ডাক্তার আশরাফ আলীকে গার্ড অব অনার না দিয়ে রাষ্ট্রীয় সম্মান না জানানোর প্রতিবাদে সোমবার সকালে প্রেসক্লাবের সামনে চলছিল মানববন্ধন। কেউ কিছু বুঝে উঠার আগেই শান্তিপূর্ন মানববন্ধনে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

বাঁশখালী ১৬ আসনের সংসদ সদস্য এমপি মোস্তাফিজুর রহমানের অনুসারী ২০ থেকে ৩০ জনের একটি দল এই হামলা চালায়। অভিযোগ এতে নেতৃত্ব দেন এমপির এপিএস তাজুল ইসলাম।

এতে আহত হন মুক্তিযোদ্ধা, সংসদ কমান্ডের নেতাকর্মী ও সাংবাদিকসহ অন্তত দশ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়।

এ ঘটনায় রাতে বাঁশখালীর পৌর মেয়র সেলিমউল্লাহ সহ ২৬ জনকে আসামী করে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

গত ২৬ জুলাই বাঁশখালীর মুক্তিযোদ্ধা ডাক্তার আশরাফ আলীর মৃত্যু হয়। তাকে গার্ড অব অনার না দেয়ায় আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন।

এই ঘটনায় এমপির বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়া না হয় তাহলে কঠোর আন্দোলনের হুশিইয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।


আরো পড়ুনঃ ‘ধর্ষণের পর খুন হওয়া কিশোরী’ দেড় মাস পর হঠাৎ হাজির!

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari