মৌলভীবাজার উপজেলার কনকপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা

0
7
মাদকমুক্ত

১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী মাদকের অন্ধকার জীবন থেকে আলোর পথে ফিরে আসার মাধ্যমে একটি ইউনিয়নকে মাদকমুক্ত করার প্রত্যয় ঘোষণা করেন পুলিশ সুপার, মৌলভীবাজার।

একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’ এই গ্ণ শ্লোগানকে ধারণ করে জেলাব্যাপী সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে জেলা পুলিশ, মৌলভীবাজার।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর উপজেলায় অবস্থিত কনকপুর ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণার মাধ্যমে পর্যায়ক্রমে সারা মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত ঘোষণার কার্যক্রম শুরু করবে জেলা পুলিশ।

মৌলভীবাজার মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণার মাধ্যমে সারা জেলায় এই কার্যক্রম শুরু হলো।

ক্রমান্বয়ে মৌলভীবাজারের সাতটি উপজেলার সব ইউনিয়ন মাদকমুক্ত করা হবে। মৌলভীবাজার সদর মডেল থানার আয়োজনে ও কনকপুর ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মো. কামরুল আহসান বিপিএম (বার)।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন, আমাদের দেশে প্রায় ৭০ লক্ষ মানুষ মাদক সেবন ও এই ব্যবসার সাথে জড়িত। কিন্তু আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি।

তিনি বলেন, আমি আজ অনেক খুশী। কারণ এ জেলায় যোগদান করার পর আমার প্রথম টার্গেট ছিলো প্রতিটি ইউনিয়ন থেকে মাদক সেবন ও এই ব্যবসা বন্ধ করার কার্যক্রম শুরু করা। ৬ মাস পর আজ থেকে শুরু হলো এই কার্যক্রম। তাই আমি আশা করছি ক্রমান্বয়ে সারা জেলা একদিন মাদকমুক্ত হবে।

তিনি আরও বলেন, আমি গত ৬ মাসে এটা বুঝতে পেরেছি যে, এ জেলার রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ীদের কেউই মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত নয়। তাই সকলের সহযোগিতায় আমরা আমাদের জেলাকে মাদকমুক্ত করতে পারবো।

গত ৬ মাসে (আগষ্ট/২০১৯ হতে জানুয়ারি/২০২০) ২৭৯টি মামলা, ৩৫০জন গ্রেফতার, ১৩৩৮৯ পিস ইয়াবা আটক, ২৭৩০ লিটার চোলাই মদ, ২৫ কেজি ২৭৮ গ্রাম ও ৭৯ পুরিয়া গাঁজা উদ্ধার, ৮১ বোতল ও ৮.৫ লিটার বিদেশী মদ, ১২২ বোতল ফেন্সিডিল, ৯ গ্রাম হেরোইন ও ৩৭৬ লিটার ওয়াস উদ্ধার করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ, সূধী সমাজ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রেস মিডিয়া এবং মৌলভীবাজার জেলার সর্বস্থরের সাধারণ জনগণ।


বিশ্বের এক কোটি ১৮লাখ মানুষ কথা বলেন সিলেটি ভাষায়


Connect with us on fb :