মাদক ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে গাড়ির ড্রাইভারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এই অভিযোগে আটক করা হয়েছে তাকে। ওই প্রাইভেট কার চালকের অভিযোগ তাকে মারধর ও করা হয়। পরে স্থানীয় জনতা এসে পুলিশ সদস্যকে মারধোর করে তাদের থানায় সোর্পদ করে।
সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় এই ঘটনাটি ঘটে। সকাল আটটার দিকে টয়োটা প্রোবক্স গাড়িতে চুক্তিতে উঠেন দুইজন। তারা গাড়ির ভ্যানে রাখেন ওইনটি কার্টন। পুলিশ প্লাজা ক্রস করার সময় সেখান থেকে উঠেন এক পুলিশ সদস্য। কিছুক্ষণের মধ্যে আচরণ বদলে যায় ওই পুলিশ সদস্যের।
ড্রাইভারকে বলেন গাড়িতে মাদকদ্রব্য আছে। আটক এড়াতে দিতে হবে দুই লাখ টাকা।
ড্রাইভার টাকা দিতে অস্বীকার করলে মারধোর শুরু করে ওই তিনজন মিলে। আওয়াজ পেয়ে এগিয়ে আসেন স্থানীয়রা। পুলিশ সহ তিন জনকে ঘিরে ধরে তারা। মালামাল সহ উঠা দুইজন পালিয়ে গেলেও ধরা পড়ে পুলিশ সদস্য। তার সাথে ছিল না আইডি কার্ডও।
অভিযুক্ত পুলিশ সদস্যের দাবি গাড়িতে মাদকদ্রব্যের খবর পেয়ে তিনি সেখানে গেছেন। কিন্তু তল্লাশি না করে গাড়িতে উঠেছেন কেন কিংবা ওই যাত্রীদের সাথে খোশগল্পে মেতে উঠেছেন কেন ? তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।
ঘটনাটি সেনাবাহিনীর করা হাতিরঝিল প্রকল্পের আওতায় হওয়ায় সেখানে আসে সেনাবাহিনীও। তারা ওই গাড়ির পেছনে থাকা বক্স খুলে ১২ বোতল বিদেশী মদ পায়। মদের বোতল দিয়ে ড্রাভারকে ফাসানোর অভিযোগ উঠলেও ড্রাইভারকে উল্টো হাতকড়া পরিয়ে নিয়ে গেছে পুলিশ।
হাতিরঝিল থানা বলছে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরো পোস্টঃ বীমা খাতে উৎসাহ বাড়াতে কাজ করছে সরকার
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari