পাকিস্তানের ভূমিতে অবস্থানরত জঙ্গিগোষ্ঠীদের অর্থ সহায়তা দিচ্ছে ভারত এমন অভিযোগ করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়য়। শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী এমনটাই দাবি করেছেন।
কাশ্মীর সীমান্তে দু দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাতের পর ভারত-পাকিস্তান টানাপোড়েন-উত্তেজনার মাঝে তিনি বলেন, জাতিসংঘ’সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ভারতের এসব অবৈধ কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ভারতের সরাসরি ও আর্থিক যে সম্পর্ক রয়েছে তার তথ্য-প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে। জাতিসংঘের তালিকাভুক্ত জঙ্গি সংঘঠন জামাআত উল আহরার, বিএলএ, টিটিপির সাথে ভারতের নিবিড় যোগাযোগ। কাশ্মীর সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সংঘঠনগুলো ভারতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুশিয়ারি দেন সন্তাসবাদ দমনে কোনো সীমান্তে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ভারতীয় সেনাদের।
নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল বরাবর অস্ত্রধারীরা আত্মগোপন করেছে এই সন্দেহে শুক্রবার থেকে ভারত-পাকিস্তান সীমান্ত রক্ষীদের মধ্যে চলছে সংঘাত। যাতে কম্পক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন।
আরো পড়ুনঃ