দোকানের বাইরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিরাট লোগো থাকলেও নেই কোনো প্রকার অনুমোদন। ভেতরের অবস্থা আরো ভয়ঙ্কর। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকার আল শেফা (৩) ফার্মেসীতে যৌথ অভিযান চালায় র্যাব ও ঔষধ প্রশাসন অধিদপ্তর।
অভিযানে বেরিয়ে আসে একের পর এক অনিয়ম। খোঁজ মিলে নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও ফুড সাপ্লিমেন্টের। পাওয়া যায় বিপুল পরিমাণ KN-95 মাস্ক। যা চায়না থেকে আমদানি করার দাবি করলেও এর স্বপক্ষে কোনো কাগজ দেখাতে পারে নি প্রতিষ্ঠানটি।
পরে একই মালিকের গুদামঘরে গিয়ে নকল ও মেয়াদউত্তীর্ণ স্যাভ্লন ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়। হেলথ এন্ড হাইজেন নামে এসব পণ্য পরিবেশকের দায়িত্ব নিলেও এর বিপরীতে কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটির মালিক।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। ফুড সাপ্লিমেন্টসহ নিষিদ্ধ ও মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করায় প্রটিষ্ঠানটিকে ২৬ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাব এর ভ্রাম্যমাণ আদালত।
ব্যবসার নামে ভোক্তার সাথে প্রতারণায় জড়িত সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানায় র্যাব।
আরো পড়ুনঃ
- বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভের পাশে অস্ত্র হাতে ঘুরছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো
- মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে সাংসদ মোস্তাফিজুর রহমানের সমর্থকদের অতর্কিত হামলা
- মেজর সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামী আবারো ৪ দিনের রিমান্ডে
- ‘ধর্ষণের পর খুন হওয়া কিশোরী’ দেড় মাস পর হঠাৎ হাজির!
- আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন পাপিয়া!
- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের বিচার শুরু!
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari