দুর্নীতির দায়ে অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রী কার্ল – হেইনজ গ্রাসারকে ৮ বছরের কারাদণ্ড

0
13

দুর্নীতির দায়ে অষ্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রী কার্ল – হেইনজ গ্রাসারকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত । শুক্রবার এই রায় দেন ভিয়েনার আদালতের বিচারক মারিয়ন হোহেনেকার । এই মন্ত্রী ৯ মিলিয়ন ইউরোর বেশি ঘুষ লেনদেনের ঘটনায় জড়িত ছিলেন বলে জানিয়েছেন আদালত ।

বিবিসির প্রতিবেদনে বলা হয় , সরকারি মালিকানাধীন হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিক্রির প্রকল্পের অর্থ আত্মসাৎ , ঘুষ গ্রহণ ও চুক্তির নথি বিকৃতির অভিযোগ গ্রাসার দোষী সাব্যস্ত হন । তবে সাবেক এ অর্থমন্ত্রী তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ।

আর এ রায়কে ভয়াবহ অবিচার উল্লেখ করে শিগগিরই এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন গ্রাসারের আইনজীবী ।

২০০০ সালে দায়িত্ব নেয়ার সময় কার্ল – হেইনজ গ্রাসারকে ছিলেন অষ্ট্রিয়ার ইতিহাসে সবচেয়ে কমবয়সী অর্থমন্ত্রী ।