কর্মস্থলে ফিরতে বিমানের টিকিট পাচ্ছেন না প্রবাসীরা ; সিন্ডিকেটের অভিযোগ

0
4
বিমান বাংলাদেশ

বিদেশে নিজেদের কর্মস্থলে ফিরতে বিমানের টিকিট পাওয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লাখো প্রবাসী। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে চলছে টিকেটের জন্য হাহাকার। কিন্তু দ্বিগুণ-তিন গুণ দামে পাওয়া যাচ্ছে বিমানের টিকিট।

শুধু চট্টগ্রামেই কর্মস্থলে ফিরতে যাওয়া প্রবাসীর সংখ্যা ৪০ হাজারের বেশি। তারা যেসব প্রতিষ্ঠানে চাকরি করতেন সেসব প্রতিষ্ঠান থেকে অনুমোদন চিঠি আসলেও এখন মিলছে না বিমানের টিকেট। এ অবস্থায় সিন্ডিকেটের অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা।

মধ্যপ্রাচ্য যেতে বিমান টিকেট এখন সোনার হরিণ। দিনের পর দিন অপেক্ষা করেও মিলছে না টিকেট। রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জটিলতায় এখন ফিরতে পারছেন না প্রবাসে। সবচেয়ে বেশি জটিলতায় দুবাই-আবুধাবির প্রবাসীরা। অনুমোদন আসলেও নানান অজুহাতে বাংলাদেশ বিমান এয়ার লাইন্স দিচ্ছে না বিমানের টিকেট।

মোটা অংকের টাকা দিলে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমান টিকিট মিলছে এমন অভিযোগ ভুক্তভোগীদের। টিকেটের এই সংকট কাটাতে দ্রুত মধ্যপ্রাচ্যের জন্য বিশেষ বিমান চালুর দাবি জানিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ ( আটাব )। অবশ্য তাতেও নানা জটিলতার কথা বলছে ট্রাভেল এজেন্সিগুলো।