‘ আমিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট , যিনি নতুন কোনো যুদ্ধে জড়াননি ‘। Trump Last Speech

0
7

যে দায়িত্ব নিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন , পালন করেছেন তার চেয়েও বেশি । কয়েক দেশকে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি নতুন করে কোনো যুদ্ধে জড়াননি । বিদায়ী ভাষণে এভাবেই চার বছরে নিজের সাফল্যগাঁথা তুলে ধরেন , ডোনাল্ড ট্রাম্প ।

৪৫তম প্রেসিডন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে আমি গর্বিত । আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি , যা করতে এসেছিলাম তার চেয়েও অনেক বেশী করে দেখিয়েছি । বিশ্বে যুক্তরাষ্ট্রের মর্যাদা পুনরুদ্ধার করেছি ।

নতুন করে কোনো যুদ্ধের সূচনা করিনি । বরং সীমান্ত সুরক্ষিত করেছি , অর্থনীতি সমৃদ্ধ করেছি ।

এসব অর্জন অক্ষুন্ন থাকুক । যুক্তরাষ্ট্রের উপর ঈশ্বরের আশীর্বাদ অটুট থাকুক।