মৌলভীবাজারের চাঁদনীঘাটে ভয়াবহ আগুন || Fire Accident

0
3
Fire Accident

মৌলভীবাজারে ২০২০ সাল আসার পর ঘটেই চলেছে একের পর এক দূর্ঘটনা। বিগত কয়েকদিনে আগুন লাগার কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। Fire Accident

আজ ২১শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৌল্ভীবাজার এর চাঁদনীঘাট এলাকায় আবারো ভয়াবহ আগুন লাগে।

চাঁদনীঘাট ইউনিয়নের পাশে একটি টিন শেডের বাসায় এই আগুন লাগে। এতে ওই এলাকার মানুষ আতংকিত হয়ে পড়ে।

পরে সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তাদের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। চাঁদনীঘাট এলাকার মানুষও ফায়ার সার্ভিসের কর্মীদের সাহায্য করেন।

সবার একত্রিত  সাহায্যে আগুনটি নিয়ন্ত্রণে আনা হয়।

এখন পর্যন্ত কেউ হতাহত হয় নি। এবং আগুনটি কি কারণে লেগেছে তা এখনও জানা যায় নি।

অনাকাংখিত আগুন লাগা থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।


মৌলভীবাজারে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


Connect with us on fb : Amramoulvibazari

# Fire accident