Site icon Amra Moulvibazari

নকল পণ্য বিক্রি করায় ফ্যামিলি নিডস সুপার শপকে জরিমানা

নকল পণ্য বিক্রি করায় ফ্যামিলি নিডস সুপার শপকে জরিমানা


অনুমোদনহীন ও নকল পণ্য বিক্রি করায় রাজধানীর একটি ফ্যামিলি নিডস সুপার শপকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।

শনিবার (১ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটি। উত্তরার ফ্যামিলি নিডস সুপার শপে অভিযান চালায় সংস্থাটির মোবাইল কোর্ট। এ সময় কর্মকর্তাদের কাছে সুপার শপটির নানা অনিয়ম ধরা পড়ে।

কর্মকর্তারা জানান, এর আগেও এই সুপার শপে দু’বার অভিযান পরিচালনা করা হয়। তখনো অনুমোদনহীন নকল পণ্য বিক্রির অভিযোগে তাদের জরিমানা করা হয়।

ইউএইচ/



Exit mobile version