Site icon Amra Moulvibazari

এমন সূর্যোদয় দেখতে চাননি হালির হাওরের কৃষকরা

এমন সূর্যোদয় দেখতে চাননি হালির হাওরের কৃষকরা


এমন সূর্যোদয় কখনোই দেখতে চাননি হালির হাওরের কৃষকরা। চোখের সামনেই সারা বছরের সম্বল বোরো ধানের জমি ডুবছে। অসহায় চাহনি ছাড়া কিছু করার নেই যেন। রাতে এই প্রবল পানির সামনে টেকেনি তাদের বাঁধ রক্ষার শেষ চেষ্টা।

সুনামগঞ্জে আবারও হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে পরায় তলিয়ে গেছে কৃষকের বোরো ফসল। এবার তলিয়ে যাচ্ছে জামালগঞ্জ উপজেলার হালির হাওর, হতাশ কৃষকের চোখের সামনে ডুবছে স্বপ্নের ধান।

বাঁধ ভেঙে পানি ঢোকায় দেড় হাজারের বেশি হেক্টর জমির বোরো ধান নষ্ট হওয়ার শঙ্কা কৃষকের। বৌলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধে ফাটল দেখা দিয়েছিল বলে জানালেন জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ। দায়িত্বশীলদের কাজে গাফিলতির অভিযোগও করলেন এই জনপ্রতিনিধি।

তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি অভিযোগ থাকাটা অস্বাভাবিক নয়। সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানালেন, সে অনুযায়ী যথাযথ ব্যবস্থাও নিয়েছেন তারা। আর জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবের দাবি হাওরের ৯০ ভাগ ধান কাটা হয়ে গেছে। তবুও যারা ক্ষতিগ্রস্ত, তাদের সহায়তা দিতে সব ধরনের প্রস্তুতি আছে উপজেলা প্রশাসনের।

/এডব্লিউ



Exit mobile version