Site icon Amra Moulvibazari

আমরা একই ভুল করছি: শান্ত

আমরা একই ভুল করছি: শান্ত


ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে ভারতের কাছে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করলো নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিতিশ-রিঙ্কুর ব্যাটিং তাণ্ডবে ২২১ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের নতুন সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে ভারত। জবাবে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ম্যাচ হারের পর শান্ত বলেন, আমরা বারবার একই ভুল করছি, যেটা দল হিসেবে ইতিবাচক কিছু নয়। আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। আর যদি টস জিতে বোলিং নেওয়ার কথা বলেন, তাহলে বলব সেটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল। আমরা প্রথম ৬-৭ ওভারে ভালো বোলিং করেছি। তবে, ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। এরপর তারা (ভারত) ভালো ব্যাটিং করেছে।

শান্ত আরও বলেন, নিজের ওপর ভরসা রাখাটা জরুরি। আপনি যদি দেখেন ৬-৭ ওভারের পর কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা সেভাবে বাস্তবায়ন করতে পারিনি। যেটা ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তবে তানজিম সাকিব, মুস্তাফিজ ও তাসকিন ভালো বল করেছে। তবে মাঝের ওভারগুলোতে আমাদের আরও ২-১টি উইকেট প্রয়োজন ছিল। ব্যাটার হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি কীভাবে বেশি সময় ক্রিজে থাকা যায়, সেটা নিয়েও কাজ করতে হবে।

১২ অক্টোবর হায়দরাবাদে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। হোয়াইটওয়াশ এড়াতে সেই ম্যাচে ব্যাটারদের দায়িত্বশীলতা চান অধিনায়ক। শান্ত বলেন, ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।

/আরআইএম



Exit mobile version