Site icon Amra Moulvibazari

ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত

ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত


ছবি: সংগৃহীত

১৩ মার্চ পর্যন্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত করলেন, ইসলামাবাদ আদালত। মঙ্গলবার (৭ মার্চ) প্রধান বিচারপতির তরফ থেকে আসে এ নির্দেশনা। জিও নিউজের খবর।

একইদিন, পিটিআই চেয়ারপার্সনকে আদালতে হাজিরা দেয়ারও কড়া নোটিশ দেয়া হয়। আলোচিত ‘তোষাখানা মামলা’য় তৃতীয়বারের মতো হাজিরা দেননি ইমরান খান। গেলো ২৮ ফেব্রুয়ারি শুনানিতে উপস্থিত না হওয়ায় ৭০ বছর বয়সী এই রাজনীতিকের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সেই নির্দেশনার ভিত্তিতে ৫ মার্চ পুলিশ গ্রেফতার করতে গেলে ছলচাতুরির মাধ্যমে তিনি সেটি এড়িয়ে যান।

২০২১ সালের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন জানায়, তোষাখানা বা সরকার প্রধানদের উপহার যেখানে রাখা হয় সেখান থেকে বিনা অনুমতিতে উপহার সরিয়েছেন ইমরান খান। শুধু তাই নয়, দামী বস্তুসামগ্রী বিক্রিও করেছেন।

আরও পড়ুন: বহুমুখী সংকটে জর্জরিত পাকিস্তানের শাহবাজ শরিফ সরকার

/এম ই



Exit mobile version