রুশ হামলায় নিহত ২৫ ইউক্রেনীয় বেসামরিক নাগরিকের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। রোববার (৩০ এপ্রিল) ইউক্রেনের উমান শহরের প্রশাসন আর পরিবারগুলোর উদ্যোগে ছিল স্মরণসভা। নিহতদের তালিকায় রয়েছে ১২ ও ১৭ বছরের দুই ভাইবোন। তাদের মৃত্যুতে সবচেয়ে ব্যাথিত শহরবাসী। খবর আল জাজিরার।
এদিন ফুল-পুতুল আর মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নিহতদের প্রতি গভীর ভালোবাসা জানানো হয়। এরইমধ্যে উমান হামলার কড়া জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি বলেন, যেকোনো মূল্যে অপরাধীদের করা হবে বিচারের মুখোমুখি।
শুক্রবার শহরটির জনবহুল লোকালয়ে একগুচ্ছ মিসাইল ছোড়ে রুশবহর। এর ফলে ভেঙে পড়ে একটি ভবনের ২৭টি ফ্ল্যাট। এতে নিহত হন ২৫ জন। প্রাণহানির পাশাপাশি আহত হন শতাধিক মানুষ।
এসজেড/