Site icon Amra Moulvibazari

রংপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

রংপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার


স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুর মহানগরীর সাতমাথায় একটি পুকুর থেকে ফাহিম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ওই যুবক পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১ মে) বেলা ৩টায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সোমবার বেলা ১টায় মাহিগঞ্জ চায়না হলের পাশে ওমর আলী পাম্পের উত্তর পাশে শফিউল্লাহ মিয়া পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখে তা ধরতে নামেন স্থানীয় ফাহিম নামের এক যুবক ও তার ভাগনে আল আমিন। এর মধ্যে পুকুরের কিনারে মাছ ধরতে নেমে ফাহিম ব্যালান্স হারিয়ে ডুবে যান। সাঁতার না জানায় তিনি আর উপরে উঠতে পারেননি। এ সময় তার ভাগনে আল আমিনের চিৎকারে সেখানে ছুটে যান এলাকাবাসী। তারা তাকে উদ্ধারের চেষ্টা চালান। ঘণ্টাখানেক পর তার লাশ ভেসে ওঠে।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ আমরা হেফাজতে নিয়ে পরিবারকে খবর দিয়েছি। তারা আসার পর লাশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিয়ে করে ফাহিম ওই এলাকায় দেড় বছর থেকে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি নগরীর স্টেশন এলাকায়।

ইউএইচ/



Exit mobile version