Site icon Amra Moulvibazari

কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা

কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা


ছবি: সংগৃহীত

কয়েক হাজার কর্মী ছাটাই করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মঙ্গলবার (৭ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে ব্লুমবার্গ নিউজ।

এরইমধ্যে, মেটা পরিচালক এবং ভাইস প্রেসিডেন্টদের সম্ভাব্য তালিকার তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হবে তালিকা। কারণ, খুব শিগগিরই তৃতীয় সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাবেন প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এর আগেই ঘোষিত হবে নাম ছাঁটাইয়ের তালিকা।

মেটা জানায়, চলতি অর্থবছরে তারা ৯ থেকে সাড়ে ৯ হাজার কোটি ডলারের মধ্যে খরচ রাখতে চায়। সে কারণেই নেয়া হচ্ছে এ উদ্যোগ। গেলো বছর অক্টোবরে ১১ হাজার কর্মী ছাটাই করে ফেসবুক। যা, প্রতিষ্ঠানটির ১৮ বছরের ইতিহাসে প্রথম।

আরও পড়ুন: ‘আমাকে কি ছাঁটাই করা হয়েছে?’ টুইটারে ইলন মাস্কের প্রতি কর্মীর প্রশ্ন

/এম ই



Exit mobile version