Site icon Amra Moulvibazari

বিদেশে ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক

বিদেশে ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ ও তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) দেশের সব ব্যাংকে চিঠি দিয়ে সাবেক ডিবিপ্রধান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দিয়েছে।

হারুন ছাড়াও তার পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও তলব করেছে সিআইসি। এর আগে হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছিল বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সিআইসির একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ডিবি হারুনের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি দুদক অনুসন্ধান করেছে। তার কর ফাঁকির বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

গত ১৮ সেপ্টেম্বর ডিবি হারুনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। সেদিনই উপপরিচালক জয়নাল আবেদীনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরপর গত ২০ আগস্ট হারুনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তথ্য চেয়ে ইসি, পাসপোর্ট, ব্যাংক, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন দপ্তরে চিঠি দেয় দুদক।

সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক উপ-পরিচালক জাগো নিউজকে বলেন, এরই মধ্যে হারুনের ব্যাপারে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। আমরা জানতে পেরেছি, দেশের পাশাপাশি বিদেশেও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এই কর্মকর্তা। আমরা সেসব সম্পদের তথ্য অনুসন্ধান করছি।

দুদক সূত্র জানায়, পুলিশের এই প্রভাবশালী কর্মকর্তা নিজ ক্ষমতার অপব্যবহার করে ঢাকাসহ সারাদেশে হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও সিঙ্গাপুরেও অর্থপাচারের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন।

এসএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version