Site icon Amra Moulvibazari

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী আটক


আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারু এলাকা থেকে ১৭ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (৯ অক্টোবর) রাজ্যের অভিবাসন বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দি সান ডেইলি। দুইদিনের অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

কেলান্তান অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন এক বিবৃতিতে জানান, কোটা ভারু শহরের আশেপাশে সুপারমার্কেট, লোহার কারখানাসহ বেশ কয়েকটি বাড়ি এবং রেস্তোরায় অভিযান চালানো হয়। অভিযানে ১৭ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, থাইল্যান্ডের ৯ জন, ভারতীয় ১ জন ও মায়ানমারের ১ জন নাগরিককে আটক করা হয়। আরও তদন্তের জন্য আটকৃতদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও, বিবৃতিতে বিদেশিদের মধ্যে আইন ভঙ্গকারীদের কার্যকলাপ সম্পর্কে তথ্য দেয়ার জন্য জনসাধারণকে আহ্বানও জানান তিনি।

/আরএইচ



Exit mobile version