Site icon Amra Moulvibazari

আবারও সালমান খানকে হুমকি

আবারও সালমান খানকে হুমকি


আবারও সালমান খানকে হুমকি দেয়া হয়েছে। শনিবার (১৮ মার্চ) একটি ইমেইল এসেছে অভিনেতার ম্যানেজারের কাছে। মেইলটি পাঠিয়েছে কানাডা প্রবাসী ডন গোল্ডি ব্রার-এর এক সহযোগী। খবর এনডিটিভির।

মেইলটিতে তিহাড় জেল থেকে দেয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সালমান খানের সঙ্গে মুখোমুখি কথা বলতে চায় গোল্ডি। সেখানে লেখা হয়েছে, গোল্ডি ভাই কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। কিছু হিসাব চোকাতে হবে। সময় আছে। খবর দিয়ে দিলাম। পরের বার ঝটকা লাগবে।

এরপর পরই বান্দ্রা থানায় এফআইআর দায়ের করা হয়েছে দু’জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, তারা ইমেইলটি পরীক্ষা করে দেখছে।

সালমান খানকে হুমকির ঘটনা এবারই প্রথম নয়। ২০১৮ সালে সালমানের বিরুদ্ধে হরিণ শিকারের মামলা চলাকালীন সময়ে লরেন্স বিষ্ণোই তাকে হুমকি দিয়ে বলেছিলেন, কৃষ্ণসার হরিণ শিকার করে সালমান বিষ্ণোইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

এটিএম/



Exit mobile version