ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
শনিবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে যান হিরো আলম। ডিবি কার্যালয়ে যাওয়ার বিষয়টি হিরো আলম নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে হিরো আলম জানান, ব্যক্তিগত কাজে ডিবি অফিসে গেছেন তিনি। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডার বিরুদ্ধে ডিএমপি ডিবি প্রধান হারুন অর রশীদের কাছে যান তিনি। বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেই প্রত্যাশা হিরো আলমের।
প্রসঙ্গত, সাক্ষাৎ শেষে হিরো আলমকে সৌজন্যমূলক ইফতার সামগ্রী উপহার দেন ডিএমপি ডিবি প্রধান।
/এসএইচ