বিয়ে বাড়িতে অতিথিদের জন্য বিশাল হাঁড়িতে রান্না হচ্ছিল। খাবার পরিবেশন করার সময় সেই গরম হাঁড়িতে পড়ে গিয়ে পুড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায়। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানায়, ওই যুবক কলেজের ছাত্র। পড়ালেখার পাশাপাশি, ক্যাটারিংয়ের কাজ করেন তিনি। গত সপ্তাহে ওই বিয়েবাড়িতে আসা অতিথিদের খাবার পরিবেশন করতে গিয়েছিলেন যুবক। সেখানে গরম হাঁড়িতে হঠাৎ পড়ে যান তিনি। তাড়াতাড়ি তাকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।
ইউএইচ/