Site icon Amra Moulvibazari

মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান, যতোটা সম্ভব তা ঢেকে রাখাই ভালো: সালমান খান

মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান, যতোটা সম্ভব তা ঢেকে রাখাই ভালো: সালমান খান


নারীদের শরীর নিয়ে এবার মন্তব্য করলেন বলিউড অভিনেতা সালমান খান। ‘আপ কি আদালতে’ অনুষ্ঠানে সালমান খান বলেন, মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই তা যতোটা পারা যায় তা ঢেকে রাখাই ভালো। খবর জি নিউজের।

‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে সালমানের কো স্টার পলক তিওয়ারির মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সালমান বলেন, একটা ভালো ছবি বানালে পরিবারের সবাই তা দেখতে যায়। আমার মনে হয় নারীদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই আমার মনে হয় নারীদের শরীর যতোটা ঢাকা থাকবে ততোটাই ভালো। এ নিয়ে আমার কোনো দ্বিচারিতা নেই।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এই নিয়ম শুধু নারীদের জন্য কিনা এমন প্রশ্নের জবাবে সালমান খান বলেন, আসলে সমস্যাটা নারীদের নিয়ে নয়। পুরুষদের। যেভাবে একজন পুরুষ আপনার বোন, মেয়ে, স্ত্রীর দিকে তাকিয়ে থাকে তা আমার ভালো লাগে না।

নিজের মন্তব্যের সমর্থনে সালমান ভাইজান আরও বলেন, সবাই জানে আমরা কখনো কখনো নিজেদের সংযম হারিয়ে ফেলি। তাই আমরা যখন কোনো ছবির শ্যুটিং করি তখন খেয়াল করা উচিত আমরা যেনো সংযম হারিয়ে না ফেলি।

উল্লেখ্য, অভিনেত্রী পলক তিওয়ারি সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, সালমান খানের সেটে একটা অলিখিত নিয়ম থাকে। সেটি হলো, মেয়েদের যতোটা সম্ভব তাদের কাঁধ ঢেকে রাখতে হবে। উল্লেখ্য, ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে সালমানের কো স্টার পলক তিওয়ারি।

ইউএইচ/



Exit mobile version