Site icon Amra Moulvibazari

৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হবে শিগগিরই: স্বাস্থ্যের ডিজি

৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হবে শিগগিরই: স্বাস্থ্যের ডিজি


শিগগিরই শুরু হবে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম। এরইমধ্যে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। বিদ্যালয় কর্তৃপক্ষ নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম।

ঢাকার শিশুদের টিকা দিয়ে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে টিকা দেয়া হবে বলে জানান তিনি। শোকের মাস আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘শোকের মাসে সেবাপক্ষ’ উদ্বোধন শেষে এসব কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

১৫ আগস্ট পর্যন্ত চলা এ কার্যক্রমে বিনামূল্যে নানা স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে জানায় কুর্মিটোলা কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এই উদ্যোগের সাধুবাদ জানান ডিজি। বলেন, বঙ্গবন্ধুর পরামর্শ মনে রেখে মানুষকে সেবা দেয়ার ব্রত নিয়ে কাজ করতে হবে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবীর বলেন, আগামী দুই সপ্তাহে ব্লাড সুগার, ব্লাড প্রেশার ও ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন সেবা বিনামূল্যে দেয়া হবে। যার যার জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। মুখে কেবল শ্রদ্ধা না জানিয়ে তা কাজের মধ্য দিয়ে প্রমাণ করার আহ্বান জানান তিনি।

/এমএন



Exit mobile version