Site icon Amra Moulvibazari

‘বরকে চাই, প্রেমিককেও চাই’ দাবিতে থানায় তরুণী (ভিডিও)

‘বরকে চাই, প্রেমিককেও চাই’ দাবিতে থানায় তরুণী (ভিডিও)


ছবি: সংগৃহীত

স্বামী থাকা সত্ত্বেও প্রেমিকের সাথে বিয়ে করানোর দাবি নিয়ে থানায় হাজির হয়েছেন এক নারী। তার স্বামীকেও চাই, প্রেমিককেও চাই! সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকা’র।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে এক তরুণী কেঁদে কেঁদে বলছেন, ‘দুটি বিয়ে করবো, দুটি বিয়ে’।

মূলত ওই তরুণী তার প্রেমিককে বিয়ে করতে চান ঠিকই, কিন্তু স্বামীকে ছাড়তে নারাজ। এই দাবি শুনে পুলিশ সদস্যরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে বেজায় ক্ষেপে যান। পুলিশের সাথে হাতাহাতিও জড়ান ওই নারী। রাগের বশবর্তী হয়ে এক পুলিশ সদস্যের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড়ও মারেন তিনি।

তরুণীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পরেও প্রেমিকের সাথে কথা হতো তার। একসময় সে (স্ত্রী) আমাকে জানায়, প্রেমিককে বিয়ে করতে চায়। একসাথে দু’জনেরই সংসার করতে চায় সে। আমি তাকে বলি, এমনটি সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানায় সে।

প্রাথমিক তদন্তে পুলিশ ওই তরুণীকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছে।

/এনএএস



Exit mobile version