স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দের নেতৃত্বে আজ সোমবার সকালে নেত্রকোণার আটপাড়া উপজেলার গণেশের হাওড়ে কৃষকদের ধান কেটে দিলেন কৃষক লীগের নেতাকর্মীরা।
এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ বিএনপি-জামাত সন্ত্রাস মোকাবেলায় রাজপথে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকের মাঠে আছে ও থাকবে। নেত্রকোণাসহ দেশের প্রতিটি জেলায় কৃষকের ধান ঘরে না ওঠা পর্যন্ত কৃষক লীগের সদস্যরা মাঠে থাকবে। বৈশ্বিক খাদ্য সংকট হলেও দেশে কোনো খাদ্য সংকট হবে না। কৃষকের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকবে।
জেলা কৃষক লীগের আয়োজনে ধান কাটা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, অর্থ সম্পাদক আলহাজ্ব মো. নাজির মিয়া, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দফতর সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন সানু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদ ও সদস্য সচিব আবু তাহের।
ইউএইচ/