Site icon Amra Moulvibazari

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ গোয়েন্দা কর্মকর্তা নিহত

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ গোয়েন্দা কর্মকর্তা নিহত


ফাইল ছবি

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ২ গোয়েন্দা কর্মকর্তা। নিহতরা হলেন সার্জেন্ট ইসা রুহুল্লাহ (৪০) ও এফএস দাউদুল হাসান (৩৯)।

সোমবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত দাউদুল হাসানের বাড়ি ভোলা সদরের কালিবাড়ি এলাকায় আর ইসা রুহুল্লাহ সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে আসা একটি পাহাড়িকা বাসের সাথে বিপরীতমুখী থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হেলমেট না থাকায় তাদের মুখ ও মাথা থেতলে গেছে বলে জানা গেছে।

/এসএইচ



Exit mobile version