Site icon Amra Moulvibazari

শীর্ষ সাংবাদিকসহ ৪৯ ব্রিটিশ নাগরিককে কালো তালিকাভুক্ত করলো রাশিয়া

শীর্ষ সাংবাদিকসহ ৪৯ ব্রিটিশ নাগরিককে কালো তালিকাভুক্ত করলো রাশিয়া


ছবি: সংগৃহীত।

শীর্ষ সাংবাদিকসহ ৪৯ জন ব্রিটিশ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া। রুশ কর্মকর্তাদের ওপর লন্ডনের নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতে মস্কোর এ পদক্ষেপ। খবর ডয়েচে ভেলের।

নিষেধাজ্ঞার তালিকায় আছেন ২৯ গণমাধ্যম কর্মী। তাদের বিরুদ্ধে আনা হয়েছে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ। তালিকায় রয়েছেন বিবিসির মহা-পরিচালক এবং ৩ সাংবাদিক। স্কাই টিভি, দ্য টাইমস, গার্ডিয়ান, ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ, চ্যানেল ফোর ও আইটিভির সাংবাদিকরাও আছেন সে তালিকায়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ঘটনা নিয়ে মিথ্যা এবং একপেশে তথ্য ছড়াচ্ছে ব্রিটিশ সাংবাদিকরা। নিষেধাজ্ঞা আরোপ হয়েছে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপরও।

এসজেড/



Exit mobile version