Site icon Amra Moulvibazari

আর্থিক অনিয়ম লুকানোয় বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে ২ বছরের নিষেধাজ্ঞা দিলো ফিফা

আর্থিক অনিয়ম লুকানোয় বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে ২ বছরের নিষেধাজ্ঞা দিলো ফিফা


ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈমকে সোহাগকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এই দুই বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে।

এছাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে আবু নাঈম সোহাগকে। ফিফার ওয়েবসাইটে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা ও জরিমানার কথা জানানো হয়।

ফিফা জানিয়েছে, বাফুফেকে দেয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য দেয়ার প্রমাণ মিলেছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। এরইমধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠিও পাঠিয়েছে ফিফা।

/এনএএস



Exit mobile version