Site icon Amra Moulvibazari

শান্তিপূর্ণভাবে শেষ হলো কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ

শান্তিপূর্ণভাবে শেষ হলো কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ


শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিকে উপস্থিতি বেশি থাকলেও বৃষ্টির কারণে কিছুটা কমে ভোটার সংখ্যা। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। তবে ইভিএমে ভোট দিতে গিয়ে ধীরগতির অভিযোগ করেন কেউ কেউ। বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে প্রার্থীরাও একই কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। ইসি বলছেন, ইভিএমে কোনো কোনো কেন্দ্রে জটিলতা সৃষ্টি হলেও সার্বিকভাবে সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে।

তবে কিছুক্ষণ পরপরই বৃষ্টি ভুগিয়েছে ভোটারদের। এতে লম্বা লাইনে কিছুটা ছেদ পড়লেও বন্ধ হয়নি ভোটগ্রহণ।

কুমিল্লায় ভোটের লড়াইয়ে পাঁচ মেয়র ও কাউন্সিলর মিলে ১৪৬ প্রার্থী। তবে সকলের দৃষ্টি ছিল বর্তমান ও সাবেক রাজনৈতিক প্রার্থীদের দিকে। আলোচিত দুই প্রার্থী আরফানুল হক ও নিজাম উদ্দিন ভোট দিয়েছেন কলেজিয়েট স্কুলে। সাবেক মেয়র মনিরুল হক ভোট দেন নগরীর হোচ্ছামিয়া স্কুলে।

কুসিক নির্বাচনে আরেক আলোচিত নাম স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। সকাল সাড়ে দশটার দিকে ভোট দেন কলেজিয়েট স্কুলে। নির্বাচন পর্যবেক্ষকদের দৃষ্টিতেও খুব একটা ত্রুটি ধরা পড়েনি কুমিল্লায়।

প্রার্থীদের ডাকে সাড়া দিয়ে প্রায় লাখো ভোটার সিদ্ধান্ত জানিয়েছেন আলোচিত কুসিক নির্বাচনে।

/এসএইচ



Exit mobile version