Site icon Amra Moulvibazari

লম্বা লাইন নেই, ৪ ঘণ্টায় ৫০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন যে কেন্দ্রে

লম্বা লাইন নেই, ৪ ঘণ্টায় ৫০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন যে কেন্দ্রে


২৫ নম্বর ওয়ার্ডের তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র। ছবি: সংগৃহীত।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে চলছে ভোটগ্রহণ। এই পদ্ধতিতে ভোট দিতে গিয়ে বিভিন্ন কেন্দ্রে লম্বা সময় ধরে ভোটারদের অপেক্ষা এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক সময় বিরক্ত হয়ে ফিরে যাওয়ার চিত্র প্রায় সব কেন্দ্রেই। তবে ব্যতিক্রম ২৫ নম্বর ওয়ার্ডের তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্র। এই কেন্দ্রে দুপুর ১২টার মধ্যে ৫০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রটির দায়িত্বরতরা বলছেন, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের চাপ ছিল। তবে দুপুর ১২টার মধ্যে ৫০ শতাংশের মতো ভোটগ্রহণ শেষ হয়েছে। এই কেন্দ্রে ভোটার ছিলেন ১ হাজার ৯৭৬ জন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, অন্যান্য কেন্দ্রগুলোর মতো এই কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন নেই, বুথগুলোও একরকম ভোটার শূন্য।

তবে তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে কিছুটা ধীরগতিতে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৯০৮ জন। দুপুর ১২টার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ৩৭ শতাংশ। এই সময় পর্যন্ত ভোট দিয়েছেন ৬৭৭ জন।

এসজেড/



Exit mobile version