সম্প্রতি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমার নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা। সে তালিকায় প্রযোজক হিসেবে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এই প্রথমবারের চলচ্চিত্র নির্মাণে প্রথমবারের মতো সরকারী অনুদান পেলেন এ সুপারস্টার।
বুধবার (১৫ জুন) সকালে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র (শাখা-২) প্রজ্ঞাপনের মাধ্যমে জানান, শাকিবের অনুদান পাওয়া সিনেমাটির সম্ভব্য নাম ‘মায়া’, যারা পরিচালক হিমেল আশরাফ। জনপ্রিয় এ নায়কের নিজের প্রোডাকশন হাউজ এসকে ফিল্মস থেকে ‘মায়া’ নির্মিত হবে বলে জানা গেছে।
এসকে ফিল্মস এর সাথে যোগাযোগ করে জানা যায় , মায়ার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা লিখেছেন ফেরারী ফরহাদ। তবে এ সিনেমায় কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি।
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে ১৯টি সিনেমার জন্য মোট ১২ কোটি ১৫ লাখ টাকার সরকারি অনুদান ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত বছর ছিল ২০টি সিনেমাকে অনুদান দিলেও এ বছর মুক্তিযুদ্ধভিত্তিক দুটি ও সাধারণ শাখায় ১৭টিসহ মোট ১৯টি সিনেমাকে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
/এসএইচ