Site icon Amra Moulvibazari

আইনশৃঙ্খলা স্বাভাবিক করাই বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা স্বাভাবিক করাই বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে শান্তি ফিরিয়ে আনাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ— এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে আয়োজিত দুর্গোৎসবের মহাষষ্ঠী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীগুলোকে আট দফা নির্দেশনা দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এ সময় সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সনাতন ধর্মালম্বী সবাইকে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পূজায় অংশ নিতে বলেছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাছাড়া, শোষণমুক্ত সমাজ গঠনের সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

/আরএইচ



Exit mobile version