Site icon Amra Moulvibazari

বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার আহ্বান যুবলীগ চেয়ারম্যানের

বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার আহ্বান যুবলীগ চেয়ারম্যানের


যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ফাইল ছবি।

বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সেইসাথে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না।

সোমবার (১ আগস্ট) শোকাবহ আগস্টে যুবলীগের মাসব্যাপী কর্মসূচিতে এ আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান।

অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু বিএনপি জামায়াতের স্বপ্ন কখনও পূরণ হবে না। রাষ্ট্রবিরোধী শক্তি বিএনপি জামায়াতকে মাঠে নামতে দেবে না যুবলীগ।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কোরআন খতম, দোয়া মাহফিল ও অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

/এমএন



Exit mobile version