Site icon Amra Moulvibazari

আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই: মঈন খান

আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই: মঈন খান


স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই, ছিল না এবং ভবিষ্যতেও ভেদাভেদ করবো না। হিন্দুদের ধর্মীয় উৎসবে সবাই যেভাবে যোগ দেয়, একইভাবে মুসলিমদের ঈদের উৎসবেও সকলে অংশগ্রহণ করে।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রবীণ এই নেতা আরও বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চন্ডিদাশের এই ভাষ্যকে আমরা অনুসরণ করি। পরিদর্শনকালে বিভিন্ন মণ্ডপ কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেন ড.মঈন খান।

এ সময়, বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

/এটিএম



Exit mobile version