Site icon Amra Moulvibazari

কেড়ে নিয়ে যাওয়ায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় সারস, মান ভাঙাতে ডাকা হলো বন্ধু আরিফকে

কেড়ে নিয়ে যাওয়ায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় সারস, মান ভাঙাতে ডাকা হলো বন্ধু আরিফকে


কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছিল ভারতে এক আহত সারস পাখি ও তাকে উদ্ধারকারী বন্ধু আরিফের গল্প। আহত সারসের সেবা করে বন্ধুত্বের এক অন্যরকম নজির সৃষ্টি করেছিলেন আরিফ। পরে যদিও বন বিভাগের কর্মকর্তারা সারসটিকে নিয়ে যায় আরিফের বাসা থেকে। দেয়া হয় তার নামে মামলাও। খবর আনন্দবাজারের।

উপকারী বন্ধুর বাসা থেকে নিয়ে যাওয়া হলেও আরিফকে ভুলতে পারেনি সারস। বন্ধুকে না দেখতে পেয়ে তারপর থেকেই খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিল। ক্রমে সে দুর্বল হয়ে পড়ায়, উপায় না দেখে শেষমেশ তার মান ভাঙাতে বন্ধুকে ডেকে নিয়ে আসা হল।

সারসটিকে কাছছাড়া করায় আরিফ মনমরা হয়ে পড়েছিলেন। সারসটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বন বিভাগের কর্মীরা জানান, সারসটিকে আরিফের কাছ থেকে নিয়ে আসার পর খাওয়াদাওয়া ছেড়ে দেয়। নেটিজেনরা যখন জানতে পারেন সারসটিকে আরিফের থেকে আলাদা করা হয়েছে, তখন তারা দুই বন্ধুর পুনর্মিলনের জন্য আবেদন জানান উত্তরপ্রদেশ সরকারের কাছে। তার পরই আরিফকে সারসটির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।

এটিএম/



Exit mobile version